 
     আমাদের কাছে পেঁয়াজি খাবারটা নাস্তার জন্য একটি পরিচিত খাদ্য। তাছাড়া বাজার থেকে আনা বিভিন্ন পেঁয়াজি আমরা খেয়ে থাকি। আজ একটু ভিন্ন স্বাদের পেঁয়াজি রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে জেনে নেই কলমি শাকের পেঁয়াজি কিভাবে তৈরি করা যায়।
আমাদের কাছে পেঁয়াজি খাবারটা নাস্তার জন্য একটি পরিচিত খাদ্য। তাছাড়া বাজার থেকে আনা বিভিন্ন পেঁয়াজি আমরা খেয়ে থাকি। আজ একটু ভিন্ন স্বাদের পেঁয়াজি রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে জেনে নেই কলমি শাকের পেঁয়াজি কিভাবে তৈরি করা যায়।
প্রথমে শাকগুলোকে সুন্দর করে ধুয়ে কুচি করে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, কলমি শাক কুচি ও স্বাদমত লবন দিয়ে ভালভাবে মাখাতে হবে। তারপর এটা নরম হয়ে গেলে এতে সব উপকরন (ময়দা, বেসন, হলুদের গুড়া, খাবার সোডা, মরিচের গুড়া, অল্প চাট মসলা ও ভাজা জিরার গুড়া) পরিমাণমত দিয়ে একসাথে ভাল করে মাখিয়ে নিতে হবে। (এতে পানি দেওয়ার দরকার নেই, শাক থেকে যে পানি বের হবে তা দিয়ে মাখানো হয়ে যাবে)। এদিকে ডুবো তেল গরম করতে দিতে হবে।
এবার মিশ্রন টা থেকে অল্প করে নিয়ে চেপ্টা পেঁয়াজির মত বানিয়ে গরম তেলে ভাজার জন্য দিতে হবে। দেখবেন আচটা যেন মাঝারি থেকে একটু কম থাকে। তা নাহলে উপরটা ভাজা হয়ে যাবে। কিন্তু ভিতরটা কাচা থেকে যাবে। ভাজা হয়ে গেলে টিসু তে তুলে রাখুন। এতে অতিরিক্ত তেল টিস্যু চুষে নিবে। হয়ে গেলো সহজ কলমি শাকের পেঁয়াজি। এখন ভাজা হয়ে গেলে গরম গরম সালাদ দিয়ে পরিবেশন করুন।
আপনারা চাইলে একইভাবে যে কোন সবুজ শাক(যেমন-পালং শাক, পুই শাক) দিয়ে পেঁয়াজি তৈরি করতে পারেন। বেসন এবং ময়দা এক সাথে দিলে পেঁয়াজি অনেক নরম ও সুস্বাদু হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com