#

শীত মানেই নানারকম সবজির সমাহার। প্রতিদিনই ঘরে ঘরে রান্না হয় শীতের সবজির নানা পদ। কেমন হয় পরিচিত শীতের সবজিগুলো যদি কিছুটা ভিন্নভাবে রান্না করা যায়? আসুন দেখে নাই শীতের দিনের পরিচিত সবজি ফুলকপি দিয়ে ভিন্ন স্বাদের এক রেসিপি। আস্ত ফুলকপির রোস্ট। আসুন তাহলে দেখে নিন আস্ত ফুলকপির রোস্টের রেসিপিটি।

উপকরণ
ফুলকপি ১ টি

পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

আদা বাটা ২ চা চামচ

রসুন বাটা ১ চা চামচ

বাদাম বাটা ১ টেবিল চামচ

পোস্তদানা বাটা ১ টেবিল চামচ

জয়ফল ও জায়ত্রী গুঁড়া ১/২ চা চামচ

টক দই ১/২ কাপ

গরম মশলার গুঁড়া ১ চা চামচ

ঘি ২ টেবিল চামচ

মালাই ২ টেবিল চামচ

টমটেো সস ১ টেবিল চামচ

চিনি সামান্য

লবণ পরমিাণমতো

বেরেস্তা ৩ টেবিল চামচ

তেল পরিমানণমত

কিশমিশ ও কাঁচামরচি পরমিাণ মতো

শীতের সবজির রেসিপি

প্রণালি:
ফুটন্ত পানিতে ১ চা চামচ লবণ ও ফুলকপি দিয়ে ৮ থেকে ১০ মিনিট সেদ্ধ করতে হবে

কপিটি ঠাণ্ডা হলে গরম তেলে আস্ত ফুলকপিটি ভেঁজে নিতে হবে

কড়াইতে পরমিাণ মতো তেল ও ঘি দিয়ে একে একে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষাতে হবে

কিছুক্ষণ কষানো হলে এরপর টকদই ফেটে নিয়ে মসলায় মেশান

পুরো মিশ্রণটি নেড়েচেড়ে নিয়ে তারপর আস্ত ফুলকপি টা দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে আধাকাপ গরম পানি দিয়ে ঢেকে দিন

সবশেষে ঘি, ফালি করা কাঁচামরিচ, কিশমিশ ও বেরেস্তা দিয়ে ৩ থেকে ৪ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন