পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে উপাচার্যের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।
অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে উপাচার্যের স্ত্রী কনিকা মাহফুজের করোনা রিপোর্টও পজিটিভ আসে।
মঙ্গলবার রাত ৮টর দিকে তাদের করোনা পরীক্ষার ফল পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. মো. হারুনর রশীদ ও তার সহধর্মিণী কনিকা মাহফুজকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়।
বর্তমানে তারা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
এদিকে উপাচার্য ও তার স্ত্রীর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com