বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনামুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ৪ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় দুজনের রিপোর্ট নেগেটিভ আসে।
গত ২৫ জুন শনিবার সন্ধ্যায় মির্জা ফখরুলের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি এবং তার স্ত্রী দুজনেই উত্তরার নিজ বাসভবনে ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসা নেন।