সরকার বিচার ব্যবস্থা অবৈধভাবে নিয়ন্ত্রন করে খালেদা জিয়া আইনের শাষন থেকে বঞ্চিত হচ্ছে : সরোয়ার

লেখক:
প্রকাশ: ৫ years ago

বিএনপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়া বলেছেন, দূর্নীতি আর রাষ্ট্রযন্ত্রের উপর ভর অবৈধ সরকার টিকে আছে বলেই শেখ হাসিনা কাউকে কিছুই বলতে পারছে না । ভোটার বিহীন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে দেশে গনতন্ত্র মুক্তি পাওয়ার সাথে সাথে তার অবৈধ মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে বলেই বিচার বিভাগকে নিয়ন্ত্রন করে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, সরকার আজ দেশের ক্ষমতা অবৈধভাবে দখল করার পাশাপাশি বিচার ব্যবস্থা নিয়ন্ত্রন করার কারনে দেশনেত্রী খালেদা জিয়া সহ বিরোধীদলের নেতা কর্মীরা আইনের শাষন থেকে বঞ্চিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২সেপ্টেম্ববর) সকাল সাড়ে ১১ টায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর ও বরিশাল দক্ষিণ এবং বরিশাল উত্তর জেলা বিএনপি পৃথক ভাবে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে পুলিশ বেষ্টনীর ভিতর মানববন্ধন কর্মসূচি পালনকালে সভাপতির বক্তৃতায় সরোয়ার একথা বলেন।

সরোয়ার আরো বলেন, পৃথিবীর কোথাও নেই যে সরকার নিজের দলের প্রতিক দিয়ে নির্বাচিত করে এনে সংসদে গৃহপালিত বিরোধী দল বানিয়ে সংসদ পরিচালনা।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এদেশের মানুষ গণতন্ত্রের স্বাধ পাবে না। তাই দেশের সকল শ্রেনীর মানুষকে গণতন্ত্র উদ্বারের জন্য রাজপথে বেড় হয়ে আসার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সহ-সভাপতি এ্যাড. মহসিন মন্টু, মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আলি হায়দার বাবুল, মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি।

মানববন্ধন কর্মসূচিতে মহিলাদল,যুবদল, শ্রমীকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিয়ে টাউন হল চত্বর মুখরিত করে তোলে।

এরপূর্বে সকাল সাড়ে ১০ টায় টাউনহল চত্বরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে একই দাবীতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে।

দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উজিরপুর বিএনপি সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব।

এখানে আরো উপস্থিত ছিলেন কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।