গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) হাসিনার পতনের পর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতেছেন নানা শ্রেণিপেশার মানুষ। যেই স্রোতে গা ভাসান তারকা থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ।
এরই মাঝে ভক্তদের সঙ্গে নিজের জীবনের অন্যতম এক সুখবর শেয়ার করেছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাবিলা ইসলাম। শেখ হাসিনার পতনের দিনেই প্রথমবারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী। তার সংসার আলো করে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান।
৫ আগস্টকে ‘স্বাধীন’ বাংলাদেশ উল্লেখ করে মেয়ের আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই অভিনেত্রী। তীব্র আন্দোলনের মুখে সরকারের পতনের কারণে মেয়ের নামও ভালোবেসে ‘আন্দোলন’ রেখেছেন নাবিলা।
বাংলাদেশের পতাকায় মোড়ানো নবজাতকের একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে ‘আন্দোলন’।
মা হওয়ার খবরে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন নাবিলা। অভিনেত্রী মনিরা মিঠু এক মন্তব্য বলেন, আহা, মা-মেয়েকে বিজয়ের শুভেচ্ছা। অনেক অনেক দোয়া রইলো।
প্রসঙ্গত, ২০২০ সালে বিয়ের কথা প্রকাশ্যে আনেন নাবিলা। গোপনেই বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। এবার জানালেন তার মা হওয়ার খবর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com