সরকার চাইলে পরামর্শ দেবে ঐক্যফ্রন্ট: মান্না

:
: ৬ years ago

সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন সম্ভব। এ বিষয়ে সরকার পরামর্শ চাইলে জাতীয় ঐক্যফ্রন্ট পরামর্শ দেবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। আজ মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন সম্ভব। এ বিষয়ে যদি সরকার জাতীয় ঐক্যফ্রন্টের কাছ থেকে পরামর্শ নিতে চায়, তাহলে আমরা দেব।

সাংবাদিকেরা সংলাপের বিষয়বস্তুর বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্ট নেতা মান্না বলেন, যেগুলো বলে এসেছি, সেগুলোই বলব। আমাদের যা যা কথা ছিল, আমরা সেগুলোই বলব। হয়তো কোনো কিছু বিশেষভাবে ফোকাস করা হবে।

কতজন সংখ্যক সদস্য বুধবারের সংলাপে যাচ্ছেন—এ প্রশ্নের জবাবে মান্না বলেন, সংলাপে আমরা ১১ জন যাচ্ছি।

আবারও যদি সংলাপে সন্তুষ্ট না হন, সে ক্ষেত্রে কী করবেন—এই প্রশ্নের জবাবে মান্না বলেন, সন্তুষ্ট না হলে আবার চেষ্টা করব। আর রাস্তাও খোলা আছে।

বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কালকে আমরা সংলাপে যাব। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুতরাং সমস্ত কিছু আপনাদের কালকেই জানানো হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।