সরকারি হলো বরিশালের ৮ টি মাধ্যমিক বিদ্যালয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল বিভাগের ৮ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। গতকাল সোমবার (২৮ মে) এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আদেশটি আজ মঙ্গলবার (২৯ মে) প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেগুলোতে একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। তারই আলোকে বেসরকারি বিদ্যালয় ও কলেজকে সরকারি করা হচ্ছে।

বরিশাল বিভাগের নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে- বরগুনার আমতলী এ কে মডেল পাইলট হাইস্কুল, পাথরঘাটা কে এম মডেল উচ্চবিদ্যালয়, বেতাগী পাইলট উচ্চবিদ্যালয়।

ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর মির্জাগঞ্জ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয়।

বরিশাল বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), ঝালকাঠীর কাঁঠালিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় এবং রাজাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।