পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মত সংসদীয় এলাকা বরিশালে আসছেন কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম। আগামী ২ ফেব্রুয়ারি সকালে তিনি বরিশালে পৌঁছে ওই দিনই বেলা ১২টায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় বসবেন।
মন্ত্রিত্ব পেয়ে চলতি মাসের ২৩ তারিখ বরিশালে এসে টানা তিন দিন অবস্থান করেন তিনি। ওই সময় সরকারি কর্মসূচির পাশাপাশি তিনি বরিশালের নানা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে ২৬ জানুয়ারি সন্ধ্যা রাতে বরিশাল থেকে লঞ্চ যোগে ঢাকার উদ্দেশে রওয়া দিয়ে যান।
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল জাহিদ ফারুকের ঘনিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, মন্ত্রী ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার সদরঘাট থেকে লঞ্চযেগে বরিশালে রওনা দেবেন। পর দিন বরিশালে পৌছে তিনি সার্কিট হাউজে অবস্থান নেবেন এবং বেলা ১২টার দিকে প্রশাসনের সাথে মতবিনিয় সভায় অংশ নেবেন। ওই দিন রাতে সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে ৩ ফেব্রুয়ারি বেলা সকাল ৯টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দিবেন।’