সোহেল আহমেদ: রাস্তার পাশে নির্মাণ করা স্বপ্নের ফুল স্মরণি লতা পাতা আর জঙ্গলে অস্তিত্ব হাড়াতে বসেছে। গত বছর হাজার হাজার সেচ্ছাসেবীর প্রচেষ্টায় বরিশাল - ভোলা মহাসড়কে ফুল স্মরণির কার্যক্রম পরিচালিত হলেও তা ছিলো সরকারি নিতীমালার বাহিরে। যে কারোনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এর চারা সংযোজন, পরিচ্ছন্নতা অভিযানসহ কোন কিছুতেই আগানো সম্ভব হচ্ছেনা। প্রশাসনের একজন উর্ধতন কর্মকর্তার সাথে আলাপ করে জানা গেছে এসব।
ওই কর্মকর্তা বাংলা আর্থ ২৪ডটকম অনলাইন পত্রিকার এক প্রশ্নের উত্তরে বলেন,এই প্রকল্প সরকারের আওতায় নেই। এটি সেচ্ছাসেবীদের সামাজিক বন বিভাগের কাজ হতে পারে। তাই এর রক্ষনাবেক্ষন বরিশাল প্রশাসন করতে পারে না। এ জন্য তিনি সরকারের ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেন। অপর একজন কর্মকতার কাছে জানতে চাওয়া হলে তিনি অবগত নন বলে জানান।
গতকাল সোমবার সরোজমিনে পরিদর্শন গিয়ে "ভয়েস অব লাখুটিয়া "ফেসবুক গ্রুপের এডমিন মোঃ সাইফুল ইসলাম ও বরিশালের ভালো-মন্দ গ্রুপের এ্যাডমিন নওরোজ কবির, জাকারিয়া আলম দিপু সহ বেশ কয়েকজন সিটিজেন জার্নালিস্ট ফুল স্মরণীর করুণ দশা প্রত্যক্ষ করেছেন। ।
এতে দেখা গেছে রাস্তার মোট ৪৮ টি ব্লকের সর্বোচ্চ ৫ টি ব্লক অক্ষত বা সুরক্ষিত আছে। বাকি প্রত্যেক টি ব্লকেই জঙ্গলে পরিপূর্ন এবং চারা স্বল্পতা রয়েছে। ধারনা করা হচ্ছে ৫৫% চারা স্মরণীতে নেই। অনেক চারার ভেঙে গেছে। অনেক গাছের অস্তিত্বই খুজেঁ পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় আবারও বরিশালের সর্বস্তরের মানুষের জাগরণ প্রয়োজন। এগিয়ে আসা প্রয়োজন সকল বৃক্ষপ্রেমীদের। যারা সেচ্ছায় গাছ বিতরনে সহোযোগীতা করবেন। তবেই হয়ত খুড়িয়ে খুড়িয়ে জেগে ওঠা ফুল স্মরণি একসময় পুর্ণাঙ্গ জৈবন লাভ করবে।
লেখক: সোহেল আহমেদ।
ছবি: বরিশাল ভালো-মন্দ ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহীত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com