সরকারি চাকরিতে নতুন যোগ দিলেও পাওয়া যাবে পূর্ণ উৎসব ভাতা

লেখক:
প্রকাশ: ৩ years ago

সরকারি চাকরিতে নতুন যোগ দিলেও এখন থেকে এক মাসের মূল বেতনের সমান উৎসব ভাতা পাওয়া যাবে।

সোমবার (২৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে ‘অফিস স্মারক’ আকারে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি, আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নবনিযুক্ত কর্মচারীদের জন্য নির্দেশনাটি জারি করা হয়েছে।

স্মারকে বলা হয়েছে, একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার আগের মাসে যত তারিখেই যোগদান করুন না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে আজই নির্দেশনাটির কপি পাঠানো হয়েছে।

এর আগে একজন কর্মচারী যে তারিখে সরকারি চাকরিতে যোগ দিতেন তার পরবর্তীতে কোনো উৎসব এলে ওই নবনিযুক্ত সরকারি কর্মচারী তখন সেই দিন অনুযায়ী উৎসব ভাতা পেতেন।