 
                                            
                                                                                            
                                        
দাবি আদায়ে সরকারকে ২১ দিন সময় দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবে সংগঠনটি। ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজ সোমবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
ওসমান আলী বলেন, রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার ধর্মঘট মঙ্গলবার ভোর ৬টায় শেষ হচ্ছে। তিনি জানান, দাবি মেনে নেওয়ার জন্য ১ নভেম্বর সরকারকে নোটিশ দেবে ফেডারেশন। একই সঙ্গে ২১ দিনের সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবে ফেডারেশন।
এই ধর্মঘটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অনেকে নাজেহাল হয় শ্রমিকদের হাতে।
পরিবহনশ্রমিকদের দাবিগুলো হলো সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা; দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল; চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি করা; ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা; পুলিশি হয়রানি বন্ধ; ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।