প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২১, ৩:৩০ অপরাহ্ণ
সময় বাড়বে টিকা প্রদানের
অমৃত রায়, জবি প্রতিনিধি:: চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের টিকা প্রদানের কার্যক্রম। গত ২১/১০/২০২১ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টিকা কার্যক্রম উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। গত ২৫/১০/ ২০২১ থেকে নিয়মিত টিকা প্রদানের কার্যক্রম চলছে। আজ ২৬/১০/২০২১ তারিখে চারশত টিকা প্রদানসহ মোট ৮০০ জনকে টিকার আওতাভুক্ত করা হয়েছে।
মেডিকেল সেন্টারে টিকা প্রদান কার্যক্রমে তত্বাবধানে থাকা কর্মকর্তার সাথে কথা বললে উনি জানান যে আগামী সপ্তাহের মধ্যে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে টিকার আওতাভুক্ত করা সম্ভব হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই টিকার রেজিষ্ট্রেশন এখনে সম্পন্ন করে নি বা করতে পারে নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, " উপাচার্য স্যার স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে টিকা প্রদান কার্যক্রমের সময় বাড়ানোর ব্যবস্থা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকেই দুই ডোজ টিকার আওতাভুক্ত করা হবে।"
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com