মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমানে দেশের এক লাখ ৮৪ হাজার ৯৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে মাসিক ১০ হাজার টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।
সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম রওশন আরা মান্নানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বর্তমান সরকার স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৯শ’ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করেছে। তিনি বলেন, ২০০৮-০৯ অর্থবছরে সম্মানী ভাতা ছিল ৯শ’ টাকা। ওই সময় ভাতাভোগী মুক্তিযোদ্ধা ছিলেন এক লাখ। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভাতাভোগী বেড়ে হয় এক লাখ ৮৪ হাজার ৯৬১ জন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রত্যেক সাধারণ মুক্তিযোদ্ধাকে বছরে ১০ হাজার টাকা করে দুটি উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছর থেকে পাঁচ হাজার টাকা হারে বিজয় দিবস ভাতা এবং দুই হাজার টাকা করে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।