সম্প্রচার কমিশন গঠনে আইনের খসড়া অনুমোদন

লেখক:
প্রকাশ: ৬ years ago

টেলিভিশন, বেতার ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে নিয়মের মধ্যে রাখতে সম্প্রচার কমিশন গঠনের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সম্প্রচার আইন ২০১৮’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নতুন আইন করা হচ্ছে।
নতুন এই প্রস্তাবিত আইনে সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে। সদস্যদের নিয়োগ দেওয়া হবে সার্চ কমিটির মাধ্যমে।