প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দেশের সর্বপ্রথম ও একমাত্র বাংলা ঔষধ ও চিকিৎসা ডিরেক্টরী “ঔষধবার্তা.কম”। গতকাল মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালী ইমপালস মেডিকেল ইন্সটিটিউট এন্ড ম্যাটস মিলনায়তনে সকাল ১১ টায় ওয়েব সাইটটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ মাহমুদুল হাসান মিলাদ।
ঔষধবার্তা.কমের প্রতিষ্ঠাতা আশরাফ উদ্দিন আসিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক এইচ এম সিরাজুস সালেক নাজিম, ঔষধবার্তা.কমের সহ-প্রতিষ্ঠাতা মুজাহিদুল ইসলাম, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বরিশাল থেকে উদ্ভোধনী অনুষ্ঠানে যোগদান করেন ঔষধ বার্তার আরেকজন সহ প্রতিষ্ঠাতা এবং ডেভেলপার নেয়ামুল ইসলাম রনি। ঔষধবার্তা.কম এর প্রতিষ্ঠাতা আশরাফ উদ্দিন আসিফ বলেন, বাংলাদেশে এই প্রথম সম্পুর্ন বাংলা ভাষায় নির্মিত ওয়েব সাইট ঔষধ বার্তা। সাইটটিতে যে কেউ যেকোন ঔষধের উপাদান, ব্যাবহার বিধি, অপব্যবহার, প্বার্শ প্রতিক্রিয়া, সেবন মাত্রা ও সেবন বিধি, গর্ভাবস্থায় ও শিশুদের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম রয়েছে। এছাড়া সাইটটির মাধ্যমে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া যাবে। পাশাপাশি ডাক্তাররাও তাদের রোগীকে খুঁজে পাবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com