সম্পাদক পরিষদের কর্মকান্ডে আমি মোহিত- জেলা প্রশাসক বরিশাল

:
: ৩ years ago

বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের নেতৃত্বে বরিশাল জেলা প্রশাসক মো: জসিম উদ্দীন হায়দারের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার ৮ মার্চ দুপুরে বরিশাল সার্কিট হাউজ হলরুমে এক মতবিনিময় সভায় উপস্থিত সম্পাদকবৃন্দের সাথে জেলা প্রশাসক আন্তরিকতার সাথে সকলের খোজ খবর নেন। তার সাবলিল কথাবার্তা শুনে সম্পাদকবৃন্দ অভিভূত হন।

জেলা প্রশাসক তার চাকুরী জীবনের অতিত অভিজ্ঞতা টেনে বিভিন্ন যুগাপযোগী পরামর্শ দেন সম্পাদকবৃন্দকে।

সাংবাদিকতার মান বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ইত্যাদি বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় স্থান পায়।

তিনি মাত্র দু মাস বরিশালে এসেছেন বটে তবে এরই মধ্যে এখানকার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরলস প্রচেষ্টা তাকে আনন্দিত করেছে।

তিনি বলেন, তার দায়িত্ব পালনে কোনো ঘাটতি হবে না। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন।

লিখনীর মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল দায়িত্ব। সাংবাদিকতা একটি কঠিন পেশা।

এখানকার সম্পাদক পরিষদের কর্মকান্ড জেনে আমি মোহিত। জীবনের ঝুঁকি নিয়েই এই পেশায় কাজ করতে হয়।

বরিশালে দৈনিক পত্রিকার আধিক্যতা তাকে বিস্মিত করেছে। বর্তমান সময়ে এই পত্রিকা প্রকাশনায় পত্রিকা কর্তৃপক্ষকে অর্থনৈতিকভাবে হিমশিম খেতে হয়।

তারপরেও তারা পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখেছেন যা প্রসংশার দাবি রাখে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া,

এ্যাড. এসএম রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো: খলিলুর রহমান, সহ-সভাপতি ডা: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন,

সহ: সাধারণ সম্পাদক শেখ শামীম হোসেন, সহ: সাধারণ সম্পাদক কে.এম. তারেকুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক কাজী মো: জাহাঙ্গীর,

দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নাছির আহম্মেদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মোস্তফা কামাল জুয়েল,

নির্বাহী সদস্য কাজী আল মামুন, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, সদস্য সরদার খালেদ হোসেন স্বপন, উপদেষ্টা মেহেরুন্নেসা বেগম প্রমুখ।