বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মে,াঃ শহিদুজ্জামান বলেছেন আমাদের সমাজের অবহেলিত জনগোষ্ঠিকে পিছিয়ে রেখে দেশ উন্নয়ন করা সম্ভব না।
বাংলাদেশে দেশে ৯.১০% এ হিসাব অনুযায়ী এককোটি বিশ লক্ষ একানব্বই হাজার চাঁরশত আট পঞ্চাশজন প্রতিবন্ধী রয়েছে। আমাদের ৪১ সালে উন্নতশীল দেশে পা রাখতে হলে সকল শ্রেনীর মানুষকে কাজে লাগিয়ে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রতিবন্ধীরা আজ অসহায় না তাদের ভিতর ভিন্ন ভিন্ন ভাবে মেধা রয়েছে।
আজ রোববার সকাল ১১টায় নগরীর বিএম কলেজ সড়কস্থ গন গ্রন্থাগার মিলনায়তন সভা কক্ষে “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যাক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্প দিনব্যাপি সেমিনারের উদ্বোধনী বক্তৃতায় তিনি এথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বরিশাল আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতি ত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সার্ইস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান রাহাত হোসাইন।
প্রধ:ান অতিথি আরো বলেন সরকার প্রতিবন্ধীদের জন্য সমাজসেবার মাধ্যমে তাদের স্বাভলম্ভি করার কাজ করে যাচ্ছে।
বরিশাল আঞ্চলিক কম্পিউটার কাউন্সিল গত তিন বসরে প্রায় শতাধিক প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষনের কোর্স সম্পূর্ণ করে তাদের কর্মসংস্থানের ব্যাস্থ করেছে।
বর্তমানে এখনো বিশজন প্রতিবন্ধী প্রশিক্ষনার্থী প্রশিক্ষন নিচ্ছে বিসিসি থেকে।
সেমিনারে বরিশালের বিভিন্ন সরকারী কলেজের শিক্ষক, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ প্রায় অর্ধাশতাধিক কর্মকর্তা অংশ গ্রহন করেন।