বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এর মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব মর্মে আশাব্যক্ত করে বিএমপি কমিশনার বলেছেন, ‘স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি, পুলিশ-জনতা এক হয়ে কাজ করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।
রোববার (৪ অক্টোবর) সকালে মহানগরীর বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ কথা বলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘যে কোন অভিযোগ এবং অনিয়মের তথ্য পর্যায়ক্রমে আমাদের জানাবেন। আমরা পর্যায়ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
‘ওপেজ হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন বিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা), দখিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com