সমকাল সাংবাদিককে মারধরে নিন্দা ও প্রতিবাদের ঝড়

:
: ৬ years ago

সমকালের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এনামুল হককে মারধরের ঘটনায় মঙ্গলবার গাইবান্ধা, সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে অভিযুক্ত তালুককানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া লালমনিরহাটের সাংবাদিকরা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষী ইউপি চেয়ারম্যানের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে মারধরের শিকার সাংবাদিক এনামুল হক গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক এনামুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষী চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরীফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি বীরেন সরকার, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী খোকন, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সাহেবগঞ্জ আদিবাসী ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া প্রমুখ।

অপরদিকে সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা কমিটির এক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে সংগঠনের সভাপতি অঞ্জলী রানী দেবীর সভাপতিত্বে মাধুকর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহসভাপতি কবি হাফিজুল হিলালী বাবু, প্রভাষক আতাউর রহমান, মনজুরুল ইসলাম সোহেল প্রমুখ।

সুন্দরগঞ্জ প্রতিনিধি জানান, বিকেলে উপজেলা শহরের আল জাবেদ মার্কেটে প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আবদুল হামিদ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি এ মান্নান আকন্দ, সাংবাদিক মোজাফফর হোসেন, আনিসুর রহমান আগুন, আলাউদ্দিন মজুমদার শাহিন, ছামিউল ইসলাম, আবদুল মতিন মিয়া, রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এনামুল হককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভালোবাসি সুন্দরগঞ্জের সভাপতি রেজাউল আলম রেজা, সাহিত্যিক আবদুস ছামাদ মিয়া, কেস রাইটার সেলিম মিয়া, শিশুসাহিত্যিক ও কবি কঙ্কন সরকার, কবি আবদুল আজিজ সরকার প্রমুখ।

ফুলছড়ি প্রতিনিধি জানান, একই সময় উপজেলা সদরের কালীরবাজারে স্থানীয় প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন কুদ্দুস, সাংবাদিক রাকিবুল রহমান সুমন, হারুনার রশিদ, বিমল কুমার সরকার, হাবিবুর রহমান, আতিকুর রহমান, সমকালের ফুলছড়ি উপজেলা প্রতিনিধি ভবতোষ রায় মনা প্রমুখ।

লালমনিরহাট সংবাদদাতা জানান, এনামুল হককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন লালমনিরহাটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বিবৃতিতে সই করেন লালমনিরহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোকুল রায়, লালমনিরহাট বার্তার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আহমেদুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, জি টিভির প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম শাহীন প্রমুখ।

এদিকে, মারধরের ঘটনায় সাংবাদিক এনামুল হক গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে থানা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যানও এনামুলের বিরুদ্ধে পৃথক একটি চাঁদা দাবির অভিযোগ করেছেন।