জাতীয় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মাতা আরতি চ্যাটার্জী পরলোক গমন করেছেন।
রোববার দিবাগত রাত ৯টায় বরিশাল নগরীর কলেজ রোডে বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে এবং নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরীর কাউনিয়া আদী মহাস্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জীর মায়ের মৃত্যুর খবর শুনে শহরের কালিবাড়ি রোড সংলগ্নে প্রয়াতের বাসভবনে ছুটে যান বিভিন্ন সাংবাদিক, রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
তারা প্রয়াতের বিদায়ী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com