‘সব অর্থ বিলিয়ে দেবেন এমবাপ্পে’

লেখক:
প্রকাশ: ৬ years ago

‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে টাকা-পয়সা লাগে না। এটাই আমার বিশ্বাস।’ কথাটি এমবাপ্পের। বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই খুশি এবং দলের হয়ে অবদান রাখতে পারাটাই বড় ব্যাপার বলে মনে করেন তরুণ এই তারকা। আর তাই বিশ্বকাপ থেকে উপার্জিত অর্থ নিজের কাজে খরচ করবেন না ফ্রান্স তারকা। তিনি বিশ্বকাপ থেকে উপার্জিত সব অর্থ দান করে দেবেন বলেও জানান।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ম্যাচ খেলার জন্য এমবাপ্পে  ম্যাচ প্রতি ২০ হাজার ইউরো পারিশ্রমিক পান। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখের মতো। এই টাকা নিজে খরচ করবেন না জানিয়ে এমবাপ্পে জানান, বিশ্বকাপ শেষে ম্যাচ প্রতি উপার্জিত অর্থ তিনি অনুদান হিসেবে দিয়ে দেবেন। ১৯ বছর বয়সী তারকার এমন সিদ্ধান্তকে বাহবা জানিয়েছে অনেকে।

আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জিতিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে দারুন পারফরম্যান্সের পর মাঠের বাইরেও দারুন মানসিকতার পরিচয় দিলেন ফ্রান্সের এই তারকা। ফ্রান্সের প্রতিবন্ধী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করে এমন একটি সংগঠনে ওই অর্থ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুধু তাই নয় ফ্রান্স যদি বিশ্বকাপ জেতে তবে তারা পাবেন ৩ লাখ ইউরো বোনাস। বাংলাদেশের টাকায় যা প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি। ওই অর্থও দান করে দেবেন এমবাপ্পে।