 
     সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে বৃৃক্ষ প্রেমিদের মাঝে শীতকালীন সব্জির চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর সরকারি বরিশাল কলেজের শহীদ মিনার চত্বরে শতাধিক মানুষের কাছে এই গাছের চারা তুলে দেয়া হয়।
সবুজ কৃষি বরিশাল এর উদ্যোগে বৃৃক্ষ প্রেমিদের মাঝে শীতকালীন সব্জির চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর সরকারি বরিশাল কলেজের শহীদ মিনার চত্বরে শতাধিক মানুষের কাছে এই গাছের চারা তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বরিশাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লতিফা আক্তার, সাংবাদিক সুশান্ত ঘোষ, নরচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন হাওলাদার, গৃহবধূূ মুন্নী আলম প্রমুুখ।
অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত শতাধিক নারী-পুরুষকে ফুলকপি, বেগুন, টমেটো, বাধাকপি, সূর্যমূূখী বীজ প্রদান করেন।
সবুুজ কৃষি বরিশাল এর অন্যতম উদ্যোক্তা বরকত হাসান জানান, ‘আমাদের লক্ষ্য সবুজ বরিশাল। এই লক্ষ্যে পরিবেশ সচেতনতার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে। আগামীতে সবুজ বরিশাল নিয়ে আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা চাই প্রতিটি আঙিনা, ছাদ যেন পত্রে, পুষ্পে ফল, ফুলে ভরে ওঠে। এর ফলে যেমন পুষ্টির চাহিদা মিটবে, তেমনি মানুষের বিভিন্ন ধরনের আসক্তিও কমে আসবে। সেই সাথে বরিশাল হয়ে উঠবে সবুজ নগরী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com