মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের নতুন ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মোকাবেলায় বিশ্বে আমরা প্রশংসিত হয়েছি। আমাদের মৃত্যুর হার অনেক কম। তবে আমরা ইউরোপ আমেরিকার মতো হতে চাই না। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার সংক্রমণ, মৃত্যু ও আক্রান্তের হার কম। সুস্থতার হার বেশি। এ জন্য জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্বাস্থ্য বিভাগ সঠিকভাবে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে। শীতে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। এসময় আমরা যদি সচেতন না থাকি তাহলে বিপদে পড়ে যাবো।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ শাহীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি, দড়গ্রাম ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন গোলাম।