সবজির দাম আকাশছোঁয়া

লেখক:
প্রকাশ: ২ years ago

হবিগঞ্জে সবজির দাম ক্রমাগত বাড়ছেই। দিন দিন সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও স্থানীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। কোনো কোনো সবজি দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে।

জেলা শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, শায়েস্তানগর বাজার ও পৌরসভা বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোট আকারের লাউ এক সপ্তাহ আগে ৩০-৩৫ টাকায় বিক্রি হলেও দাম বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা। এছাড়া ৬০-৮০ টাকার টমেটো ১২০-১৩০ টাকা, ৮০ টাকার শিম ১২০-১৩০ টাকা, ৪৫ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার ঢেড়শ ৫০-৬০ টাকা, ৪০ টাকার পটল ৫০ টাকা, ৫০ টাকার গাজর ১২০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, ২৬ টাকার আলু ৩০ টাকা, ৪০ টাকার চিচিঙ্গা ৫০ টাকা, ৪০-৪৫ টাকার বাঁধাকপি ৫০-৫৫ টাকা, ৪৫ টাকার শসা ৫৫-৬০ টাকা, ৫০ টাকার কাঁচা মরিচ ৮০ টাকা, ৩০ টাকার মুলা ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

এক সপ্তাহ আগে কচুর মুখি ৪০ কেজি বিক্রি হলেও এখন তার দাম বেড়ে হয়েছে ৫০-৫৫ টাকা। ঝিঙের দামও বেড়েছে। আগে ৫০ টাকা কেজি ঝিঙে বিক্রি হলেও এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শায়েস্তানগরের বাসিন্দা নুরুল হক কবীল বলেন, ‘গত সপ্তাহে টমেটো কিনেছি ৮০ টাকা কেজি। বৃহস্পতিবার কিনলাম ১২০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা দাম বেড়েছে। এখন সবজিও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’

সবজি বিক্রেতা মো. সাদেক মিয়া বলেন, ‘স্থানীয় বাজারগুলো থেকে পাইকারিভাবে কম সবজি সরবরাহ কম হচ্ছে। যা আসছে তা দিয়ে হবিগঞ্জের চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।’