Maharashtra: World’s smallest living woman, Jyoti Amge, casts her vote at a polling station in Nagpur. #IndiaElections2019 pic.twitter.com/QsLiaHMGMx
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। দেশটির ১৭তম লোকসভা নির্বাচনে ৯০ কোটি ভোটারের ভোটযুদ্ধ শুরু হয়েছে গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে। ১৯ মে পর্যন্ত মোট সাত দফায় ভোট নেওয়া হবে।
গতকাল প্রথম ধাপের ভোটে ভোট দিয়েছেন বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতি আমগে। মহারাষ্ট্রের নাগপুরে একটি বুথে গতকাল বাবা-মায়ের সঙ্গে এসে ভোট দেন তিনি।
জ্যোতি আমগের বয়স ২৫ বছর, উচ্চতা মাত্র ২ ফুট ০.৬ ইঞ্চি। ভোট দিয়ে টেবিলের ওপর দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি।
জ্যোতির জনপ্রিয়তা এখন কেবল ভারতেই সীমাবদ্ধ নয়। ২০০৯ সালে তাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়।