রোববার দেশব্যাপী শুরু হওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচির প্রথম দিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ঢাকায়। সবচেয়ে কম টিকা নিয়েছেন বরিশালের মানুষ।
রবিবার স্বাস্থ্য অধিপ্তরের দেওয়া তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।
তাদের তথ্যে জানা যায়, ঢাকা মহানগরীসহ পুরো ঢাকা বিভাগে টিকা নিয়েছেন মোট ৯ হাজার ৩১৪ জন। বিভাগটিতে সবমিলে প্রথম দিন ৭ হাজার ২১ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারী টিকা নিয়েছেন। ঢাকার পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৪৪৩ জন টিকা নিয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে টিকা গ্রহীতাদের মধ্যে ৪ হাজার ৯৪৪ জন পুরুষ ও ১ হাজার ৪৯৯ জন নারী। এ ছাড়া রাজশাহীতে ৩ হাজার ৭৫৭ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৯০৯ জন পুরুষ ও ৮৪৮ জন নারী। খুলনায় টিকা নিয়েছেন ৩ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৪৬৩ জন পুরুষ ও ৭৭০ জন নারী। রংপুরে টিকা গ্রহীতা মোট ২ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ২ হাজার ২৭৮ জন পুরুষ ও ৬৩৪ জন নারী। সিলেটে ১ হাজার ৭৪৭ জন পুরুষ ও ৬৪৯ নারীসহ মোট টিকা নিয়েছেন ২ হাজার ৩৯৬ জন। ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৩৭২ ও নারী ৩২১ জন। এদিন সবচেয়ে কম সংখ্যক টিকা নিয়েছেন বরিশাল বিভাগের বাসিন্দারা। বিভাগটিতে ১ হাজার ৪১২ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১ হাজার ১২৩ ও নারী ২৮৯ জন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com