সপ্তাহব্যাপী ‘এক্সপোর্ট মার্কেটিং’ প্রশিক্ষণ দেবে স্কিটি

লেখক:
প্রকাশ: ২ years ago

শিক্ষিত আগ্রহী উদ্যোক্তাদের সপ্তাহব্যাপী ‘এক্সপোর্ট মার্কেটিং’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।

বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা দেশীয় অঙ্গন ছাড়িয়ে বিশ্ববাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য সরকারিভাবে ‘এক্সপোর্ট মার্কেটিং’ প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে। ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। কোর্সটিতে সশরীরে ও ভার্চুয়ালি (অনলাইনে) অংশ নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশরীরে অংশ নেওয়ার জন্য উদ্যোক্তাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। অনলাইনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য ফি এক হাজার টাকা। আগ্রহী উদ্যোক্তাদের আগামী ৬ মার্চ সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলের মাধ্যমেও কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন ফি ০১৮১৮-৯৩১৬০৪ নাম্বারে বিকাশ/নগদ এবং ০১৮১৮-৯৩১৬০৪-১ নাম্বারে রকেটের মাধ্যমে পাঠানো যাবে।

আরও বিস্তারিত জানতে স্কিটি অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল আলমের (ফোন: ৮৯৩৩৬৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে সহায়তা করা হবে। সেই সঙ্গে শিল্প নিবন্ধন দেওয়া হবে।