সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে : চরমোনাই পীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।’

শুক্রবার (৫ এপিল) বিকালে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান প্রয়োজন।’

চরমোনাই পীর বলেন, রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সরকার জাতির সঙ্গে যে প্রতারণা করেছে তা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। পেট্রোবাংলা ও তিতাস কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে পারলে আগামী ১০ বছরেও গ্যাসের মূল্যবৃদ্ধি করার প্রয়োজন হবে না। কিন্তু সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে এর দায় জনগণের ওপর চাপানোর চক্রান্ত করছে।

ওয়াজ মাহফিল প্রসঙ্গে মুফতি রেজাউল করীম বলেন, ‘ঢালাও ভাবে ওয়াজ মাহফিলের ওপর নিষেধাজ্ঞা এবং ওয়ায়েজিনদের ওপর করারোপের সিদ্ধান্ত সরকারের ইসলাম বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। ইসলাম বিরোধীদের চক্রান্তে পা দিয়ে আলেমদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে সরকারের জন্য বুমেরাং হতে পারে এবং সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।’

সম্মেলন শেষে দলটির মহানগর দক্ষিণের ২০১৯-২০ সেশনের জন্য মাওলানা ইমতিয়াজ আলমকে সভাপতি ও মাওলানা এবিএম জাকারিয়াকে সেক্রেটারি ঘোষণা করা হয়।