হাসপাতালে সন্তান জন্মদানের পর অ্যাম্বুলেন্সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছেন মেঘলা খাতুন নামে এক পরীক্ষার্থী। গর্ভে সন্তান নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছিলেন।
মেঘলা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়ার গড়াই আবাসনের আল আমিনের স্ত্রী। আলাউদ্দিন আহামেদ ক্যাডেট স্কুল থেকে তিনি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মেঘলার প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে শহরের নগর মাতৃসদন হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে সে ছেলে সন্তান প্রসব করে। এর মাত্র দুই ঘণ্টা পর হাসপাতালের অ্যাম্বুলেন্সে মেঘলা পরীক্ষা কেন্দ্রে চলে আসেন এবং পরীক্ষায় অংশ নেন।
উল্লেখ্য, এ দিন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। তবে এ সময় নবজাতক হাসপাতালে কর্মকর্তাদের কাছে ছিল।
মেঘলা খাতুন জানান, ডাক্তারদের কাছ থেকেই তিনি মনোবল পেয়েছেন। শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকায় হাসপাতালে বাচ্চা রেখে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এ দিকে মেঘলা খাতুনের এমন মনোবলের প্রশংসা করেছেন স্থানীয়রা।
নগর মাতৃসদন হাসপাতালের ডা. সুমাইয়া শারমিন বলেন, সন্তান জন্ম দেওয়ার পর আমরা মেঘলা খাতুনের শারীরিক পরীক্ষা করি। খুব বেশি সমস্যা না থাকায় আমরা তাকে পরীক্ষার হলে পাঠানোর সিদ্ধান্ত নেই। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com