রাঙ্গামাটি শাখা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়তি টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন লংগদু উপজেলার মৎস্য অফিসের কর্মচারী মো. নাছির উদ্দিন সোহেল।
বৃহস্পতিবার দুপুরে তিনি রাঙ্গামাটি জেলার শাখা সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকার একটি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে ফেরার পরে উত্তোলনকৃত টাকায় ১০ হাজার টাকা বেশি দেখতে পান। পরবর্তীতে বিকেলে তিনি পুনরায় সোনালী ব্যাংকে গিয়ে ম্যানেজারের হাতে সেই টাকা ফেরত দিয়ে আসেন।
নাছির উদ্দিন সোহেল বলেন, আমি ব্যাংক থেকে ৪০ হাজার টাকার একটি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেছিলাম। পরে দেখি সেখানে ৫০ হাজার টাকা রয়েছে। ক্যাশিয়ার হয়তো ভুল করে ১০ হাজার টাকা বেশি দিয়ে ফেলেছিলেন। তাই আমি ব্যাংকে গিয়ে পুনরায় বাড়তি ১০ হাজার টাকা ফেরত দিয়ে এসেছি।
রাঙ্গামাটি সোনালী ব্যাংকের ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ আমীর আজীম বলেন, এ ধরণের ভুল হওয়ার কথা নয়। তবুও মানুষের তো ভুল হতেই পারে। আমাদের ভুল হয়েছে কিন্তু তিনি যে পুনরায় এ টাকা ফেরত দিয়ে গেছেন এতে করে তিনি সততার পরিচয় দিয়েছেন। বর্তমান যুগে দশ টাকা পেলে সেটাও কয়জনে দেয়! তাকে অসংখ্য ধন্যবাদ।
নাছির উদ্দিন সোহেল সরকারি চাকরির পাশাপাশি একজন ক্রীড়াবিদও। তিনি কনফিডেন্স ক্রিকেট একাডেমির পরিচালক এবং রাঙ্গামাটি জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com