সচেতনতাই পারে সুইসাইড থেকে রক্ষা করতে

লেখক:
প্রকাশ: ৭ years ago

আজহারুল ইসলাম:

বিশেষ করে মেয়েদের জন্য শিক্ষণীয় পোষ্ট:: (দয়া করে কেউ আপুদের নাম জানতে চাইবেন না)

দেখুন এইযুগে এসেও আমরা কত সহজে সুইসাইডকে গ্রহন করতে পারি । গত পনের দিন আগে এক আপু হঠাৎ করে মেসেজ পাটায় যে, ভাই, একটা বিষয় জানার ছিলো। সুইসাইড করা থেকে যদি কেউ বেচে যায় তাহলে তার শাস্তি কি??? আমি বললাম, আমাদের পেনাল কোড অনুযায়ী ১ বছর কারাদন্ড হতে পারে। যখন তিনি এরকম প্রশ্ন করেছিলেন তখনই বুঝতে পেরেছিলাম কোন না কোন সমস্যা আছে। তারপর আপুটা প্রশ্ন করলেন, আমি কি স্বেচ্ছায় মৃত্যুবরন করতে পারবো। আমি বল্লাম না, ভারতে সম্ভব কিন্তু বাংলাদেশে না। তারপর বিষয়টা জানার জন্য চেষ্টা করলাম, তিনি কোন মতেই বলতে রাজি না। তারপর শেষ প্রযর্ন্ত তিনি স্বীকার করতে বাধ্য হলেন, তার BF অনেক ভালো ও অনেক দিনের সম্পর্ক কিন্তু রক্তের গ্রুপের ঝামেলার কারনে তাদের বাচ্চা হবে না বা হলেও প্রতিবন্ধী হবে। তিনি যখন ফোনে বিষয় টা বলেন তখন তিনি কান্না করছিলেন।

সুইসাইড করা মহাপাপ।এটা জেনেও তিনি সুইসাইড করবেন।একটা বিষয় লক্ষণীয় যে, যে সব ছেলেরা মেয়েরা সুইসাইড করে সব অবেগে করে কিন্তু বাস্তবে চিন্তা করলে কিছুই না। তারপর যেভাবেই হোক, আমি তাকে তার সিধান্ত পরিবর্তন করাতে পেরেছি যে জীবনটা কোন আবেগের খেলা নয়। আর আপনার BFকে সব কিছু খুলে বলেন তারপর নিজেরা সিধান্ত নেন আর মব কিছুর মালিক একমাত্র আল্লাহ।

ঘটনা ২———- আরেকটা আপু এভাবে সুইসাইডের বিষয়ে জনতে চায়। তার বিষয়টা ছিলো এমন যে তিনি তার BF কতৃর্ক একাধিক তার প্রেগনেন্ট হয়েছেন তারপর বাচ্চা নষ্ট করেছে তারা। কিন্তু এবারও তিনি তৃতীয় বারের মতো প্রেগন্যান্ট হয়েছেন কিন্তু BF বলছে, নষ্ট করো। কিন্তু তিনি বলেছেন, আমি নষ্ট করবো না, আমাকে বিয়ে করো। তারপর সে বিয়ে করতে রাজি নয় এবং সম্পর্ক ভেংগে গেলো। তারপর আপুটা সুইসাইডের সিধান্ত নিলো। এখন প্রশ্নটা হচ্ছে, সুইসাইডই কি আপনার একমাত্র সমাধান????? । জীবনটা ত এতো সহজ না। আপনি পাপ করবেন, পাপের শাস্তিও ভোগ করতে হবেই। তিনি একজন সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি আমরাও সিনিয়র। তারপর তাকে বুঝানোর চেষ্টা করলাম, হয়ত জীবনে একটা ভুল করে ফেলেছেন, তার মানে এই না পুরো জীবনটাই একেবারে শেষ। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান।

আর আজকাল পেপার খুললেই হাজারো ধর্ষন বা মেয়ে হয়রানীর খবর অহরহই পাওয়া কিন্তু আমাদের আপুরা এসব ঘটনা থেতে শিক্ষা নিতে পারে না।তারা মনে করে, আমার BF হচ্ছে পৃথীবির সবচেয়ে ভালো মানুষটাই। মেয়েরা যদি সচেতন হয় তাহলে এতকিছু ঘটত না।

আজহারুল ইসলাম।

আইন বিভাগ।

বরিশাল বিশ্ববিদ্যালয়।