সচিব পদমর্যাদা পেলেন ২ কর্মকর্তা

লেখক:
প্রকাশ: ৫ years ago

সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন দুই কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড দিয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতির পর এই দুই কর্মকর্তাকে প্রেষণে পদায়নও করা হয়েছে।

পদোন্নতির পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আফজাল হোসেনকে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অপর একটি আদেশে এটুআই প্রকল্পের মেয়াদ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানকে এসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফোর টিয়ার ন্যাশনাল ডাটা সেন্টার (ফোরটিডিসি) প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আবু সাঈদ চৌধুরী কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের (সিসিএ) নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন।