সকল হজ ও ওমরাহ এজেন্সির হালনাগাদ ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের বৈধ এজেন্সির তালিকা নাম প্রকাশ এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে এজেন্সির হালনাগাদ তথ্য সম্বলিত একটি ডাটাবেজ প্রস্তুত করা প্রয়োজন। কিন্তু কিছু এজেন্সির হালনাগাদ সকল তথ্য সার্ভারে অন্তর্ভুক্ত না থাকায় ডাটাবেজ প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদের সকল তথ্য প্রয়োজন।