সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনা সংক্রমণের ব্যাপকতা বাড়ার কারণে সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করে বৃহস্পতিবার আদেশ জারি করা হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ৫ মে বন্ধ থাকবে।

সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য জানান।