পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, সকল অপরাধের মূলে হচ্ছে মাদক। সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের ভালো করতে হলে তাদের সমস্যা চিহ্নিত করতে হবে। তাদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
রোববার বিকেলে বরিশালের উজিরপুর থানা কম্পাউন্ডে মাদক ব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পণ ও পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, পুলিশি সেবা মানুষের কাছে পৌঁছাতে রেঞ্জ পুলিশের অ্যাপস তৈরি হয়েছে। অভিযোগ বক্স এবং জনসাধারণের তথ্য দেয়া এবং নেয়ার ব্যবস্থা করা হয়েছে। তথ্য সেবার লক্ষ্যে স্টুডেন্ট কমিটির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। সমাজ থেকে জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ রোধ করতে হবে।
বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ডিআইজি আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার ফয়েজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বক্তব্য রাখেন।
সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল এএসপি আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মডেল থানা পুলিশের ওসি গোলাম সরোয়ার ও ওসি হেলাল উদ্দিন প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com