সংস্কারের অভাবে জরাজীর্ন অবস্থায় পড়ে আছে যাতায়েতের রাস্তাটি।

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ নাসির উদ্দিন(জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব প্রান্তে মুরাদিয়া নদীর তীরে গাবতলী- শ্রীরামপুর ডাকাতিয়া খালগোড়া  ভায়া তালুকদার হাট রাস্তাটির অবস্হান।
দুমকি উপজেলার তালিকাভুক্ত রাস্তাটির আইডি নম্বর – ৫৭৮৯৬৪১৩৫ দীর্ঘদিন যাবৎ  সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে।  দুমকি উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউকাঠী , মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের হাজার হাজার পথচারীর  যাতায়াত  এবং মালামাল , নির্মাণ সামগ্রী পরিবহনের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। বর্ষার মৌসুমে  রাস্তার মাঝখানে পানি    জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়, কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমন কি অসুস্থ রোগী বা গর্ভধারিণী মায়েদের জরুরি সেবার জন্য চরম দূর্ভোগের স্বীকার হতে হয়,তাই এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি রাস্তাটি পাকাকরণের।তাছাড়াও সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী ওয়াদা থাকার পর‌ও অজানা কারনে রাস্তাটি মেরামত বা পাকাকরণ হয়নি।
এলাকাবাসীর ও পার্শ্ববর্তী এলাকায় জনগণের প্রানের দাবি রাস্তাটি আশুমেরামত ও পাকাকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
জাতীয়প্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago