রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ির চাপায় সেলিম ব্যাপারী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বেপরোয়া গতিতে ফ্লাইওভারে চলা অবস্থায় ওই পথচারীকে ধাক্কা দেয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৬৫৫ নম্বর প্লেটের ‘অডি’ ব্র্যান্ডের গাড়িটি নোয়াখালি-৪ এর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলির নামে রেজিস্ট্রেশন করা।
মঙ্গলবার (১৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। সেসময় গাড়িটি কে চালাচ্ছিল তা নিশ্চিত করেনি পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম হোসেন শুধুমাত্র ‘সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত’ হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘গাড়ির নম্বর বিআরটিএতে জানানো হয়েছে। সেখান থেকে এখনও বিস্তারিত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাশের সাইফ জানান, রাতে সড়ক দুর্ঘটনার পর পুলিশ ফ্লাইওভারে কোনো গাড়ি উঠতে দেয়নি।
নিহত সেলিম ব্যাপারী বারিধারা ডিওএইচএস পরিষদের একটি বাড়ির ড্রাইভার। তিনি লাইসেন্সধারী একজন গাড়িচালক। তার জন্মস্থান বরিশাল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com