ষষ্ঠবারের মতো রাজধানীতে শুরু হচ্ছে ‘উদ্যোক্তা হাট’ শীর্ষক অনলাইনভিত্তিক নতুন উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনী।
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হবে এ আয়োজন। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের আয়োজনে তিন দিনের এ প্রদর্শনীতে ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে।
সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান আয়োজকরা।
উদ্যোক্তা হাট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, এবারের হাটে প্রায় ৪৫ জন উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নেবেন। এই আয়োজন থেকে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা নিয়ে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারবে বলে আশা করছি।
আয়োজকরা জানান, আগ্রহীরা প্রদর্শনী থেকে সরাসরি নানা পণ্য ও সেবা কেনার সুযোগ পাবেন। উদ্যোক্তা হাট খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় (www.uddokta.com.bd)।