‘শ্রেষ্ঠ শয়তান’র বদলে প্রথমবার মার্কিনদের ‘মহৎ জাতি’ বললেন রুহানি

লেখক:
প্রকাশ: ৫ years ago

মার্কিন পার্লামেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলায় পশ্চিমা গণতন্ত্রের ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে বলে কাটক্ষ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হওয়া ভাষণে রুহানি বলেন, গতকাল (বুধবার) সন্ধ্যায় এবং আজকে (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি, পশ্চিমা গণতন্ত্র কতোটা ভঙ্গুর এবং দুর্বল।

রুহানি বলেন, শিল্প এবং বিজ্ঞানে অগ্রগতি সত্বেও দুর্ভাগ্যজনকভাবে একটি জনতুষ্টিবাদের উর্বর ভূমি আমরা দেখলাম। যেখানে একজন জনতুষ্টিবাদী এসে তার দেশকে গেল চার বছর দুর্যোগের দিকে ঠেলে দিয়েছেন। আমি আশা করি সারা পৃথিবী এবং পরবর্তীতে হোয়াইট হাউসে যিনি আসছেন তিনি এর থেকে শিক্ষা নেবেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে নৈতিক পরিবর্তন আশা করেন বলেও জানান রুহানি। বলেন, নতুন প্রশাসন মার্কিনদের জন্য যোগ্য যুক্তরাষ্ট্র গঠন করবে। কারণ মার্কিনরা একটি শ্রেষ্ঠ জাতি। মার্কিন প্রশাসন আইন মেনে চলবে, বাধ্যবাধকতা অনুসরণ করবে। কারণ এগুলো তাদের জন্য লাভজনক এবং বিশ্বের জন্য মঙ্গলজনক।

যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ শয়তান আখ্যা দিয়ে আসলেও এবারই প্রথম মার্কিনদের শ্রেষ্ঠ জাতি বলে অভিহিত করলেন হাসান রুহানি।

ইরানের তুলনামূলক মধ্যপন্থী রাজনীতিবিদ রুহানি। ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির জন্য সম্মানিত তিনি। ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায় ট্রাম্প প্রশাসন।

এদিনের ভাষণে, বিখ্যাত কূটনৈতিকতার ছাপ রেখেছেন রুহানি। বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রশংসার মাধ্যমে আগত বাইডেন প্রশাসন যাতে চুক্তিতে ফেরে সেই চেষ্টাই করেছেন তিনি

জাতীয়প্রচ্ছদবরিশাল এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago