ঢাকা মাহানগরের গুরত্বপূর্ণ এলাকা তেজগাঁও বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের দায়িত্বে নিয়োজিত আছেন উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।
১১ অক্টোবর ২০১৮ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সেপ্টেম্বর/২০১৮ মাসের মাসিক পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
ঢাকা মহানগর পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয় তেজগাঁও বিভাগ এবং শ্রেষ্ঠ ডিসি হন বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম।
২০ বার ঢাকা মহানগর পুলিশের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হতে নয়, জনগনকে সেবা দিতে কাজ করেছি, আমাদের উপর যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে পালন করতে পারলে, সেটাই আমাদের প্রথম স্থানে নিয়ে যায়।
একই সাথে বিট পুলিশিং কার্যক্রমে জন সম্পৃক্ত মোহাম্মদপুর গড়ায় বিশেষ পুরস্কৃত হন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি জামাল উদ্দিন মীরসহ এসআই অপূর্ব কুমার বর্মন ও এসআই মোঃ তারেক জাহান খান, ডিএমপি কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নিকট থেকে এ পুরস্কার গ্রহন করেন।