আরও একটি বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বো। দুপুরের দিকে কলম্বোর কাছে সপ্তম বিস্ফোরণটি ঘটানো হয়। তাতে ২ জনের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই দুপুরের পর অষ্টম বিস্ফোরণে ফের কেঁপে উঠল দ্বীপরাষ্ট্রটি৷ বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।
শ্রীলঙ্কার পুলিশ জানায়, ৮ নম্বর বিস্ফোরণটি ঘটেছে কলম্বোর কাছে অরুগোদাওয়াত্তা উপ-শহরে। তবে এ ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে।
সকাল থেকেই ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হচ্ছে শ্রীলঙ্কা। প্রথমে পরপর ছ’টি বিস্ফোরণ ঘটানো হয়৷ এর জেরে ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে৷ সপ্তম ও অষ্টম বিস্ফোরণের পর দ্বীপরাষ্ট্রে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই বিস্ফোরণের শেষ কোথায় তা এখনই বলা যাচ্ছে না।
ইতিমধ্যেই নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০। আহতরা আশঙ্কাজনক অবস্থায় জীবন-মরণ খেলার মাঝে৷ এই ভয়াবহ নাশকতার পিছনে কারা রয়েছে তাও যেমন স্পষ্ট নয়, কারা টার্গেট ছিল সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com