শ্রম মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরার উদ্বোধন

:
: ৭ years ago
সচিবালয়ের ৭ নম্বর ভবনের পঞ্চম তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের করিডরে স্থাপিত আজ বুধবার ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। ছবি : ফোকাস বাংলা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। এখন থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে ও পরিচয়পত্র পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করবেন।

আজ বুধবার দুপুরে সচিবালয়ের ৭ নম্বর ভবনের পঞ্চম তলায় স্থাপিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের করিডরে ডিজিটাল হাজিরার যন্ত্র উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়। এটি এখন বাস্তব। বাংলাদেশ এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দিক দিয়ে অনেক অগ্রসর হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে এলে আমরা কাজকর্মে অনেক এগিয়ে থাকব। ডিজিটাল হাজিরার মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হবে।