জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন পেলে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এমন খবরে উদ্বেগ বেড়েছিল ভক্তদের মনে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্বস্তির খবর দিয়েছেন। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ব্রাজিলের লিজেন্ড।
শনিবার এক বিবৃতিতে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পেলের স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হয়নি। তারা বলেছে, ‘গত মঙ্গলবার আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন এডসন আরান্তেস দু নাসিমেন্তো, ২০২১ সালের সেপ্টেম্বরে ধরা পড়া কোলন টিউমারে কেমোথেরাপির পুনর্মূল্যায়নের জন্য। তিনি এখনও চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাসযন্ত্রের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি, গত ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়নি।’
৮২ বছর বয়সী পেলে ইনস্টাগ্রামে ভক্তদের আশ্বস্ত করেছেন, ‘আমার বন্ধুরা, আমি প্রত্যেককে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। আমি শক্তিশালী, অনেক আশা নিয়ে। আমার চিকিৎসা চলছে। পুরো মেডিক্যাল ও নার্সিং টিমকে ধন্যবাদ জানাই আমার চিকিৎসার জন্য।’
সংবাদপত্র ফোলহা ডি এস. পাওলো শনিবার এক রিপোর্টে জানায়, পেলের কেমোথেরাপি ভালোভাবে কাজ করছে না এবং চিকিৎসকরা তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এপি এই তথ্য সত্যতা নিশ্চিত করতে পারেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com