শেবাচিম হাসপাতালের ১৫ নার্সকে শোকজ নোটিস

:
: ৩ years ago

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের লোবার ওয়ার্ডে কর্তব্যকাজে অবহেলার অভিযোগে ১৫ জন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিসের তালিকায় রয়েছেন লোবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সুলেখা রানী সিকদার, সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তার, সিনিয়র স্টাফ নার্স কবিতা হালাদার, সিনিয়র স্টাফ নার্স দিপ্তী রানী ঘরামী, সিনিয়র স্টাফ নার্স পান্না অধিকারী, সিনিয়র স্টাফ নার্স ফারজানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স অর্পিতা দাস, সিনিয়র স্টাফ নার্স খাদিজা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ত্রিবেনী রায়, সিনিয়র স্টাফ নার্স মুক্তা মিস্ত্রী, সিনিয়র স্টাফ নার্স রেখা বাড়ৈ, সিনিয়র স্টাফ নার্স ফাহিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স বিউটি মন্ডল, ইন্টার্ন নার্স লুবনা আক্তার ও ইন্টার্ন নার্স অপরুপা গাইন।

৪১৯৬ নম্বরের ওই স্বারকের কারণ দর্শানোর নোটিসে বলা হয়, হাসপাতালের ডাক্তার রাউন্ডে আসলে চলতি মাসের ১০ জুলাই লেবার ওয়ার্ডে দায়িত্বপালনের সময়ে নার্সদেরকে কর্তব্য কাজে পাওয়া যায়নি।

তাছাড়া নার্সদের এমন দায়িত্ব অবহেলার কারণে ডেলিভারি রোগীর মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যা সরকারী কর্মচারী শৃঙ্খলা আপীল বিধিমালা ২০১৮-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

শেবামেক হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই কারন দর্শানোর নোটিস ১১ জুলাই নার্সদের কাছে পৌঁছায়।

এমনকি আগামী তিন কর্মদিবসের মধ্যে নার্সদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।’