বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন একাধিক ব্যাক্তি করোনায় আক্রান্ত। রবিবার আক্রান্ত ব্যাক্তিদের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে৷
সংক্রমণ রুখতে জরুরী ভিত্তিতে লকডাউন ঘোষণা করা হয়েছে বরিশাল জেলা৷ এ সময় মানুষদের সতর্ক থাকার আহবান জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন।
রোববার রাত ৯টা ১২ মিনিটে দেওয়া স্টাটাসে ডা.বাকির হোসেন জানান, করোনা সংক্রমণের ৪র্থ স্থরে বাংলাদেশ অবস্থান করছে। সংক্রমণ থেকে বাঁচতে হলে বাইরে ঘোরা বন্ধ করতে হবে। তিনি এ সময় আগামী ১ সপ্তাহের বাজার একদিনে করে রাখার অনুরোধ জানান।
ডা. বাকির হোসেন সবাইকে সতর্ক করে স্ট্যাটাসে লেখেন, একবেলা খাবার কম খেয়ে থাকলেও আপনি বেঁচে থাকবেন কিন্তু করোনায় আক্রান্ত হলে আপনার এবং আপনার পরিবারের জীবনের গ্যারান্টি নেই কেননা এর সফল কোনো প্রতিষেধকের এখনো আবিষ্কার হয়নি।
এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে ডা.বাকির লেখেন, আমরা চিকিৎসক সমাজ তথা স্বাস্থ্য কর্মীরা আপনাদের সেবায় ২৪ ঘন্টা নিয়োজিত আছি,আপনাদের কাছে অনুরোধ,আপনারা শুধু ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন,দেশকে বাঁচান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com