শেবাচিমে র‌্যাবের অভিযানে ১৭ রোগীর দালাল আটক

:
: ৬ years ago

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে (শেবাচিম) বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন রোগীর দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিনভর র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

দালালরা এই কাজ থেকে বিরত থাকার অঙ্গিকার করায় প্রত্যেককে পাঁচশত টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে র‌্যাবের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। হাসপাতালে অবস্থান করে রোগীদের ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে দালাল চক্রের ১৭জনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক জয়দেব চক্রবর্তী তাদের ৫’শত টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেন। তিনি আরো বলেন, সাধারণ মানুষের হয়রানী বন্ধে র‌্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।