শেবাচিমে ডাক্তারের ভূল চিকিৎসায় ৮ মাসের শিশুর মৃত্যু।।

লেখক:
প্রকাশ: ৭ years ago

জাকারিয়া আলম দিপু।।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ৮ মাসের শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।। সোমবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে।।শিশুটির নাম তাসমিম।।বাবার নাম রেজাউর রহমান রুমান।।মায়ের নাম রিমা আক্তার।।তারা বরিশাল ক্যাডেট কলেজের পাশে পাংশা গ্রামের বাসিন্দা।। মৃত শিশুর স্বজন মো. আনোয়ার হোসেন সবুজ অভিযোগ করেন,, শিশুটির মাথায় বেশ কিছু দিন আগে একটি ফোড়া হয়।।কয়েকদিন আগে শিশুটিকে মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার তাকে সোমবার নিয়ে আসতে বলেন।।সে অনুযায়ী তাকে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে চিকিৎসা দেয়ার জন্য একটি ইনজেকশন পুশ করেন,, প্রায় সাথে সাথে শিশুটির নাক ও মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়।। কিছুক্ষনের মধ্যেই ৮ মাসের শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে।।কি কারনে শিশুটি মারা গেল স্বজনরা তা জানতে গেলে বলা হয়,, আল্লাহ নিয়ে গেছে তাই মারা গেছে।।কি ইনজেকশন দেয়া হয়েছিলো তা জানতে গেলে হুমকি দিয়ে বলা হয়,, এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দেয়া লাগবে।।পরে স্বজনরা উপরে গিয়ে তাদের সাথে কথা বলতে চেষ্টা করলে বলেন , হিম্মত জানা আছে সবার।।একমাত্র সন্তানকে হারিয়ে শিশুটির বাবা মা পাগল প্রায়।। নিহত ৮ মাসের শিশুটির স্বনজনরা এই ঘটনার সঠিক তদন্ত ও সঠিক বিচার করার দাবি জানায়।।