“বরিশাল ও পটুয়াখালী জেলার কারখানা, বিঘাই ও পায়রা নদীর ভাঙ্গন হতে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষা” প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাস এর জিওসি জনাব মেজর জেনারেল ফিরোজসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগন।
এছাড়া বরিশাল পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী জনাব দীপক রঞ্জন দাশ ও সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেনানিবাস এলাকার নদী ভাঙ্গন প্রবনীত স্থানে স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজসহ নদী ড্রেজিং কাজ বাস্তবায়নের জন্য দাখিলকৃত প্রকল্পটি দ্রুত সময়ে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, প্রকল্প এর আওতায় ১১.২০০ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ, ১.০০০ কিলোমিটার ড্রেজিং।যার মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে মোট ব্যয় = ১৪৬৩.০০ কোটি টাকা।