আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, তাহলে তাদের অবস্থা পাকিস্তানের মুসলিম লীগের মত হবে বলে মন্তব্য করেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে, তাহলে তাদের দলেরও নিবন্ধন বাতিল হতে পারে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই তাদেরকে নির্বাচনে আসতে হবে। আজ রাতে সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে রাজফুলবাড়িয়া শাপলা প্রতিবন্ধী সংগঠনের ১২তম বর্ষবরণে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, নির্বাচনে কে এলো না এলো কারও জন্য নির্বাচন বন্ধ থাকবে না। এবছর নির্বাচনের উৎসব বিএনপির উৎসব না। জনগণ উৎসবের সাথে নির্বাচনে ভোট দেন। জনগণ যদি পক্ষে থাকে তাহলে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। ইতিমধ্যে যুদ্ধপরাধীর দল জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। সরকার প্রতিবন্ধিদের সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
রাজফুলবাড়িয়া শাপলা প্রতিবন্ধি সংগঠনের সভাপতি হাদিস খান হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, যুক্তরাজ্যের ফ্রিল্যান্স কনসালটেন্ট সোহেল আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।